1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?

যার হাত ধরে দেশসেরা হলো রাজশাহী কলেজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ বার
যার হাত ধরে দেশসেরা হলো রাজশাহী কলেজ
বামে সাবেক অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান, ডানে রাজশাহী কলেজ।

অনলাইন ডেস্ক: দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। টানা চতুর্থবারের মতো আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করলো কলেজটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৮-তে এ ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী কলেজের এ সাফল্যের পেছনের মূল কারিগর সাবেক অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান। তাকে বলা হয় আধুনিক রাজশাহী কলেজের রূপকার। তিনি ২০১৪ সালের আগস্ট থেকে ২০২১ সালে ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী কলেজের এ ধারাবাহিক সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে সুদৃঢ় করেছেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। পুরো ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব করে সাজিয়েছেন। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন।

এ বিষয়ে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজের শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের আন্তরিকভাবে পাঠদানের চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো সহজেই শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে পারে। এছাড়া কলেজ প্রশাসনও অ্যাকাডেমিক ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে থাকে। পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও শরীরচর্চার জন্য শিক্ষার্থীদের অংশ নেয়া নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে কলেজ। অর্থাৎ একজন শিক্ষার্থীকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হয় এখানে। হয়তো এ কারণেই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার এ গৌরব অর্জন করতে পেরেছি আমরা।’

 এছাড়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান বলেন, ‘যে কোনও কাজের প্রতি ভালোবাসা, একাগ্রতা, সততা ও স্বচ্ছতা থাকতে হয়। আমি এসব বজার রেখে আমার প্রতিটি কাজ করার চেষ্টা করেছি এবং এর ফলস্বরূপ শিক্ষার্থীদের ইতিবাচকভাবে বদলে যেতে দেখেছি। নিজেদের প্রতিভা বিকাশের জন্য তাদের সুযোগ করে দিয়েছি, যা অনেক প্রতিষ্ঠানই পারেনি।’

রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, ‘রাজশাহী কলেজ সব সময় শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনের কথা ভেবে সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আজকের এ সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষের বড় ভূমিকা রয়েছে। সে ধারাবাহিকতা রক্ষা করে সাফল্যের মাত্রাকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ চলছে। শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে দক্ষ শিক্ষকদের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে। রাজশাহী কলেজের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ইতিবাচক প্রচেষ্টা রয়েছে।’

 

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ দেশের তৃতীয় প্রাচীন উচ্চ শিক্ষা কেন্দ্র। ২০১৫ সালে প্রথমবারের মতো স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৬৮৫টি কলেজের মধ্যে রাজশাহী কলেজ দেশসেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়। মোট ২৮টি সূচকে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা চারবার সেরা হয়েছে রাজশাহী কলেজ; পেয়েছে মডেল কলেজের খেতাব।

 প্রসঙ্গত, ১৮৭৩ সালে ৩৫ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। বর্তমানে এতে ২৪টি বিভাগে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়া শিক্ষক রয়েছেন ২৫৭ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme