1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

সৈকতে চিকিৎসার আগেই ডলফিনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪১০ বার

অনলাইন ডেস্ককুয়াকাটা সৈকতে একটি ইরাবতি ডলফিন কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডলফিনটি কান, পাখা ও ঠোঁটে গুরুতর জখম নিয়ে রোববার সকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ভেঁসে আসে। তবে, চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই ডলফিনটি মারা যায়। পরে বন কর্মকর্তারদের নির্দেশে মৃত প্রানীটি মাটি চাঁপা দেয় হয়।

স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই প্রানীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়া ডলফিনটির কান, পাখা ও ঠোঁট কেটে জাল ছাড়িয়ে নেওয়ার সময় প্রানীটি গুরুতর জখম হয়। এরপর সৈকতের কম্পিউটার সেন্টার এলাকায় ভেঁসে আসে।

পটুয়খালী জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি খোলা কাগজকে জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। তবে সামুদ্রিক এসব প্রানী রক্ষায় পদক্ষেপ গ্রহন করা হবে।

উল্লেখ্য, চলতি বছর এই প্রথমবার কুয়াকাটা সৈকতে ডলফিন মৃত্যুর ঘটনা ঘটেছে। বিগত ২০২১ সালে ২৩টি ডলফিনের মৃত্যু হয়েছিল এই সৈকতে।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme