1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

অস্কারে ইতিহাস গড়া কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়েটিয়ারের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার

অনলাইন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা সিডনি পোয়েটিয়ার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সিডনি ‘গেস হুজ কামিং টু ডিনার’, ‘ইন দ্য হিট অব দ্য নাইট’ ও ‘লিলিস অব দ্য ফিল্ড’- এর মতো জনপ্রিয় ছবিগুলোর জন্য বেশি পরিচিত। কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে তিনি প্রথম অস্কারের আসরে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জয়ের রেকর্ড গড়েন।

বাহামার পররাষ্ট্র মন্ত্রী ফ্রেড মিশেল এ ঘোষণা দিয়েছেন। বাহামিয়ান-আমেরিকান পোয়েটিয়ারের জন্ম যুক্তরাষ্ট্রের মিয়ামিতে, ১৯২৭ সালের ফেব্রুয়ারি। জন্মস্থান সূত্রে তিনি আমেরিকার নাগরিক। তবে তিনি বেড়ে উঠেন বাহামাতে। ১৫ বছর বয়সে পোয়েটিয়ার আমেরিকায় চলে আসেন। বয়স লুকিয়ে কিশোর বয়সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। সেনাবাহিনী ছেড়ে বাসন মাজার কাজ নিয়েছিলেন। পরে আমেরিকায় নিগ্রো থিয়েটার স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নেন।

১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জাঙ্গল’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ১৯৫৮ সালে ‘দ্য ডেফিয়েন্ট ওয়ান্স’ ছবির জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পান। তবে জিততে পারেননি। ১৯৬৪ সালে ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার পান পোয়েটিয়ার। একই ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও হাতে উঠেছিল তার। মানুষ ও শিল্পী হিসেবে অসামান্য অবদান রাখায় ২০০২ সালে সম্মানসূচক অস্কারও পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।

সূত্র : ইন্ডিপেনডেন্ট ইউকে

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme